শিরোনাম
রানা প্লাজা ট্রাজেডি দিবসে লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৮, ১২:৩৯
রানা প্লাজা ট্রাজেডি দিবসে লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে রানা প্লাজার ধ্বসের পাঁচ বছর উপলক্ষে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের নিয়ে লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া দুর্গাপুর মডেল স্কুলে ‘সজাগ কোয়ালিশন ৯ ব্লাস্ট’ এর পক্ষে লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার প্রায় তিন শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন।


লিগ্যাল এইড ক্যাম্প থেকে জানানো হয় পোশাক কারখানার পরিবেশকে নিরাপদ করার পাশাপাশি নারী শ্রমিকদের জন্য অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। এছাড়া রানা প্লাজা ট্রাজেডি দিবস উপলক্ষে গার্মেন্টস শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনা সৃষ্টি ও আইন সহায়তা দেয়ার উদ্দেশ্যে এই লিগ্যাল এইড ক্যাম্প। এছাড়াও বিনা কারণে বিভিন্ন কারখানার চাকুরিচ্যুত শ্রমিকদের আইনজীবীদের মাধ্যমে বিনামুল্যে আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানান তারা।


এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর মডেল ১ স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক কুসুম মোল্লা, সজাগ কোয়ালিশনের প্রকল্প পরিচালক রওশন আরাসহ আরো অনেকে।


বিবার্তা/শরিফুল/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com