শিরোনাম
নওগাঁর রানীনগরে ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৮, ২০:০৪
নওগাঁর রানীনগরে ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর রানীনগরে ঋণের চাপে লীমা রানী (৩০) নামে এক গৃহবধূ কীটনাশক পানে আত্মহত্যা করেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের খোলাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।


বৃহস্পতিবার দুপুরে লীমার লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। গৃহবধূ লীমা রানীনগর গ্রামের গোপেনের স্ত্রী।


স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী (গোপেন) ফল ব্যবসায়ী। দোকানের মালামাল কেনার জন্য তার স্ত্রী পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদীঘি উপজেলার কুন্ডগ্রাম ইউনিয়নের বশিকরা গ্রামের মৃত গোবরার ছেলে আইয়ুবের কাছ থেকে মাসে ৫ হাজার সুদে ৩৫ হাজার টাকা, বাচ্চুর কাছ থেকে মাসে ৬ হাজার সুদে ৪৫ হাজার টাকা এবং ওসমান আলীর ছেলে বাবুর কাছ থেকে মাসে দেড় হাজার টাকা সুদে ৫ হাজার টাকা নেয়। এছাড়া বেসরকারি সংস্থা দাবী, আশা, ব্র্যাক, বেডো ও গ্রামীণ ব্যাংক থেকে প্রায় লক্ষাধিক টাকা ঋণ নেয়।


গত প্রায় তিন মাস ব্যবসায়ীর কাছ থেকে উচ্চ সুদে টাকা নেয়া হলেও মাসে মাসে পরিশোধ করার কথা। কিন্তু টাকা দিতে না পারায় ব্যবসায়ীরা গৃহবধূ লীমা রানীকে চাপ সৃষ্টি করে। ক্ষোভের বসে সে আত্মহত্যা করে।


বিবার্তা/নয়ন/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com