শিরোনাম
২৪ ঘণ্টার মধ্যে ১০ ঘণ্টাই বিদ্যুৎ নেই কাউখালীতে
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৮, ১৮:০১
২৪ ঘণ্টার মধ্যে ১০ ঘণ্টাই বিদ্যুৎ নেই কাউখালীতে
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালীতে পল্লী বিদ্যুতের ভেলকি বাজিতে সাধারণ গ্রাহকরা অতিষ্ঠ।


গত তিন মাস ধরে গ্রিডে কাজ করার কথা বলে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়।


বিদ্যুৎ না থাকার কারণে উপজেলার ব্যবসা বাণিজ্য অফিস আদালত এবং কম্পিউটার ব্যবসায়ী ও সাংবাদিকরা চরম বিপাকের মধ্যে রয়েছে।


এদিকে বিদ্যুৎ চালিত অটোরিক্সাসহ সব ধরনের যানবাহনের চার্জ না থাকায় অভ্যন্তরীণ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। যদিও দুই একটি ইজি বাইকে চার্জ দিয়ে রাখে তারা আবার ভাড়া দিগুণ হাকায়। এতে করে সাধারণ মানুষ হয়রানীর শিকার হয়।


বিদ্যুৎ না থাকার কারণে বরফ তৈরি না হওয়ায় মৎস্য হিমায়িত করা যাচ্ছে না। ফ্রিজের মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। রাতে বিদ্যুৎ না থাকায় চুরিসহ ছোট খাট অপরাধ বেড়ে চলেছে।


বিবার্তা/বশির/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com