শিরোনাম
‘উন্নয়ন ও ঐক্যের প্রতীক নৌকার পক্ষে সোচ্চার হতে হবে’
প্রকাশ : ২৪ মার্চ ২০১৮, ১৫:৫৮
‘উন্নয়ন ও ঐক্যের প্রতীক নৌকার পক্ষে সোচ্চার হতে হবে’
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ বিনির্মাণে সচেষ্ট ছিলেন। তিনি আধুনিক বাংলার স্বপ্নদ্রষ্টা। কিন্তু ঘাতকেরা তার স্বপ্নকে বাস্তায়ন হতে দেয়নি।


পলক বলেন, আজ যে প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ছিলো না, শিক্ষার্থী বিমুখ ছিলো। সেখানে এখন অনার্স কোর্স চালু করেছি। এখন চলনবিলের কৃষকের সন্তানরা পান্তা ভাত খেয়ে অর্নাস করতে পারছে। এ কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজ করা হবে।


তিনি বলেন, এ কলেজে আইসিটির প্রকল্প চালু করেছি। কম্পিউটার ল্যাব চালু রয়েছে। সিংড়াতে ৫৩টি প্রতিষ্ঠানে শেখ রাসেল কম্পিউটার ল্যাব চালু করেছি। সিংড়াতে প্রথম উপজেলা হিসেবে থ্রিজি নেটওয়ার্ক চালু করেছি। সিংড়াতে ২২৩ কোটি টাকা ব্যায়ে হাইটেক পার্ক নির্মাণ কাজ শুরু হয়েছে। যেখানে ২০ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। এজন্য তরুণদের তৈরি হতে হবে।


প্রতিমন্ত্রী শনিবার দুপুরে সিংড়া গোলই আফরোজ সরকারী কলেজের নবীনবরণ, বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।


প্রতিমন্ত্রী আরো বলেন, ৩৭ বছরের অবহেলিত চলনবিলের প্রাণের দাবি জননেত্রী শেখ হাসিনা ১৬ কিলোমিটার সড়ক নির্মাণ করে দিয়েছেন। এতে কৃষকদের জীবনমানের উন্নয়ন হয়েছে, স্বাস্থ্য, শিক্ষা এবং সার্বিক উন্নয়ন হয়েছে। আগে ২৪ হাজার গ্রাহক বিদ্যুৎ পেত, বিগত ৯ বছরে ৪৮ হাজার নতুন বিদ্যুতের গ্রাহক সংযোগ পেয়েছে। আগে ৩০ শতাংশ মানুষ বিদ্যুতের সুবিধা পেতো, এখন ৮৫ শতাংশ মানুষ সুবিধা পাচ্ছে। সিংড়ার রাস্তাঘাট ব্রীজ কালভার্ট হয়েছে। স্কুল, কলেজের শতাধিক ভবন হয়েছে।


এজন্য উন্নয়ন ও ঐক্যের প্রতীক নৌকার পক্ষে সবাইকে সোচ্চার হবার আহবান জানান তিনি।


কলেজের অধ্যক্ষ এ এইচ খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক ভিপি মোফাজ্জল হোসেন, সাবেক এজিএস দেদার হায়াত, সাবেক জিএস মমিন মন্ডল, ছাত্রসংসদের বর্তমান ভিপি সজিব ইসলাম জুয়েল, জিএস বেলায়েত হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক মুনির হোসেন।


বিবার্তা/রাজু/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com