শিরোনাম
জাবির ৪ শিক্ষার্থীকে শোকজ
প্রকাশ : ২৩ মার্চ ২০১৮, ০৯:৩০
জাবির ৪ শিক্ষার্থীকে শোকজ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জুনিয়র শিক্ষার্থীদেরকে র‌্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪৬ তম ব্যাচের ৪ শিক্ষার্থীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার রাতে তাদেরকে শোকজ নোটিশ পাঠানো হয় বলে ডিসিপ্লিন বোর্ডের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা জানান।


অভিযুক্তরা হলেন সরকার ও রাজনীতি বিভাগের আহনাফ তাহমিদ অর্ণব, মো. নাইমুর রহমান, মো. গুলজার আহমেদ ও ইতিহাস বিভাগের আসিফ।


অধ্যাপক তপন কুমার সাহা বলেন, গতকাল ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের একটা অভিযোগ পত্র পেয়েছি। ওই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদেরকে রাতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।


এর আগে বুধবার ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪৭ তম ব্যাচের ১৪ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগপত্রে ৪৬ তম ব্যাচের ওই ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ আনেন।


অভিযোগ পত্রে বলা হয়, গত ১৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ৪৭ তম দিন উদযাপনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুশীলন করছিল ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪৭তম আবর্তনের শিক্ষার্থীরা। এ সময় অভিযুক্তরা তাদেরকে সপ্তম ছায়ামঞ্চে ডেকে নিয়ে শারীরিক ও মানসিক নিার্যতন করে।


বিবার্তা/শরীফুল/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com