শিরোনাম
এসিড নিক্ষেপ : জয়পুরহাটে ফুপার যাবজ্জীবন
প্রকাশ : ২০ মার্চ ২০১৮, ১৬:১৩
এসিড নিক্ষেপ : জয়পুরহাটে ফুপার যাবজ্জীবন
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাটের কালাই উপজেলায় ভাতিজিকে এসিড নিক্ষেপের মামলায় ফুপাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড.আব্দুল মজিদ কারাদণ্ডের সাথে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ডে রায় দেন।


মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ১৩ আগষ্ট রাতে কালাই ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্রী সাদিয়া ইসলাম সোমা তার ঘরে ঘুমিয়ে ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে মধ্য রাতের দিকে সোমার ওপর এসিড নিক্ষেপ করেন সাইফুল ইসলাম বাবু। এতে সোমার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেলে তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।


সাইফুল ইসলাম ভুক্তভোগী সোমার ফুপা এবং গোবিন্দগঞ্জ উপজেলার পিয়ারা মহিলা কলেজে প্রভাষক। সে একই গ্রামের শাহজাহান আলীর ছেলে।


এ ঘটনায় একই বছরের ২১ আগষ্ট সোমার বাবা আব্দুস সালাম বাদী হয়ে সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। মামলার দীর্ঘ শুনানী শেষে এই রায় দিলো আদালত।


তবে এ রায়ে সন্তুষ্ট হতে পারেননি সোমার বাবা আব্দুস সালাম। এসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি ফাসিঁর দাবিতে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন তিনি।


বিবার্তা/শামীম/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com