শিরোনাম
হবিগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের রাবার বুলেট
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫১
হবিগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের রাবার বুলেট
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হবিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ ও রাবার বুলেটে সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে দলটির নেতাকর্মীরা শহরে মিছিল বের করলে এ ঘটনা ঘটে।


পুলিশ ও দলটির নেতাকর্মীরা জানায়, শহরের শায়েস্তানগরে জেলা বিএনপির কার্যালয় থেকে পৌর মেয়র জি কে গউছের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। এসময় পুলিশ মিছিল করতে বাঁধা দিলে বাকবিতণ্ডা শুরু হয়।


এক পর্যায়ে পুলিশ জি কে গউছকে আটক করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। তখন নেতাকর্মীদের বাঁধার মুখে জি কে গউছকে ছেড়ে দেয় পুলিশ। তবে, ৩ জনকে আটক করে পুলিশ।


এসময় মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে সাংবাদিকসহ প্রায় ৫০ নেতাকর্মী আহত হন।



এদের মধ্যে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিকে গউছ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মো. ইলিয়াছ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরানসহ বেশ কয়েকজন।


গুলিবিদ্ধ হয়েছেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি অলিউর রহমান অলি, জেলা যুবদল নেতা বাদশা সিদ্দিকী, আবুল বাশার ইসা, নুরুল, হাজী মতিন ও বিজয় টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক ইলিয়াছ আলী মাসুকসহ ৩০ জন।


গুরুতর আহত অবস্থায় যুবদল কর্মী আবুল বাশার ইসা ও নুরুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে গ্রেফতারের ভয়ে আহতদের অনেকেই স্থানীয় হাসপাতালে ভর্তি হননি।


সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, পরিস্থিতি শান্ত করতে ৫৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে।


শহরের অবস্থা শান্ত রয়েছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।


বিবার্তা/ছনি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com