শিরোনাম
শ্লীলতাহানীর ঘটনায় স্কুল শিক্ষক গ্রেফতার
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১৬
শ্লীলতাহানীর ঘটনায় স্কুল শিক্ষক গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্কুল ছাত্রীদের বিভিন্ন সময় শ্লীলতাহানীর ঘটনায় ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হরিয়ারঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়াকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।


শনিবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার হাতিয়া আবদালপুর গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি একই গ্রামের দরগাপাড়ার আব্দুল জব্বারের ছেলে।


এ ঘটনায় হরিয়ারঘাট গ্রামের নজরুল ইসলাম বাদি হয়ে হরিণাকুন্ডু থানায় একটি মামলা করেছেন। হরিণাকুন্ডু থানার ওসি কে এম শওকত আলী জানান, হরিয়ারঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়া চতুর্থ শ্রেণীর চার শিশু শিক্ষার্থীকে প্রায় স্কুলের দ্বিতল ভবনের ছাদে নিয়ে প্রায়ই শরীরের বিভিন্ন আপত্তিকর স্থানে হাত দিত। ছাত্রীরা এ সময় প্রতিবাদ করার চেষ্টা করলে মারধরের হুমকি দিত।


তিনি বলেন, স্কুল থেকে বাড়ি ফিরে ঘটনাটি শনিবার রাতে নির্যাতিত ওই শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের জানালে ছাত্রীদের নিয়ে অভিভাবকরা হরিণাকুন্ডু থানায় উপস্থিত হয় এবং মামলা দায়ের করেন।


পুলিশ অভিযোগ পেয়ে শনিবার রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করে। এলাকাবাসী জানায়, শিক্ষক গোলাম কিবরিয়াকে ইতোপুর্বে স্কুল কমিটি এমন অভিযোগ পেয়ে সাতবার সতর্ক করে নোটিশ দেয়। কিন্তু তারপরও তিনি এমন কাজ থেকে বিরত হননি।


বিবার্তা/কোরবান/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com