শিরোনাম
তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩০
তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু ও সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান এক বিবৃতিতে জানান, প্রেস ক্লাবের অর্থ আত্মসাৎকারী, একাধিক মামলার আসামী ভূমিদস্যূ এসএম নজরুল ইসলামকে প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে একটি নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেন।


আগামী ৩ দিনের মধ্যে এস এম নজরুল ইসলাম প্রেসক্লাবের নেতৃবৃন্দের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা না করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে তালা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম এ কথা জানান।


বিবৃতিতে নজরুল ইসলাম তালা প্রেসক্লাবের কোন কমিটিতে নেই। সভাপতি ও সম্পাদক তাদের লিখিত বিবৃতিতে বলেন, গত ১৯ আগস্ট-২০১৭ তারিখে নিয়মতান্ত্রিক ভাবে নির্বাচনের মাধ্যমে বর্তমান কমিটি গঠিত হয় এবং প্রেসক্লাবের দায়িত্বভার গ্রহণ করে।


বর্তমান কমিটি তালা প্রেসক্লাবের আসবাবপত্র ক্রয় ও ভবন সংস্কার সমাপ্ত করেছে এবং ক্লাবের দ্বিতল ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। তালা প্রেসক্লাবের বর্তমান কমিটির কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে এসএম নজরুল ইসলাম তার হীন স্বার্থে তালা প্রেসক্লাবের সভাপতি পরিচয় দিয়ে বেড়াচ্ছেন।


বিবার্তা/সেলিম/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com