শিরোনাম
চাকরি জাতীয়করণের দাবিতে নরসিংদীতে অবস্থান কর্মসূচি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৮, ১৩:১৫
চাকরি জাতীয়করণের দাবিতে নরসিংদীতে অবস্থান কর্মসূচি
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাকরি জাতীয়করণের দাবিতে নরসিংদীতে অবস্থান কর্মসূচি পালন করেছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো নরসিংদীর ৬টি উপজেলায় এ কর্মসূচি পালন করা হয়।


দ্বিতীয় দিনের মতো সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলমান এ অবস্থান কর্মসূচিতে স্ব স্ব উপজেলায় জেলার ২০৪ জন কর্মী অংশগ্রহণ করেন। এতে কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে তৃণমূলের স্বাস্থ্যসেবা প্রত্যাশী মানুষদের।


সিএইচসিপি এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার সভাপতি মো. শাহিন সরকার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিকগুলোতে তৃণমূলের দরিদ্র জনগোষ্ঠীকে আন্তরিকভাবে স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন সিএইচসিপিরা। কিন্তু সরকার কর্তৃক আশ্বাসের দীর্ঘদিন পরও সিএচসিপিদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর করা হয়নি। অামাদের এ ন্যায্য দাবি না মানা পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হবে।


বিবার্তা/রাসেল/শান্ত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com