শিরোনাম
মানিকছড়িতে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৮, ২২:৪৮
মানিকছড়িতে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পার্বত্য খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে বিক্ষোভ করেছে উপজেলার কয়েক’শ শিক্ষার্থী। এসময় শিক্ষার্থীরা মানিকছড়ির উপজেলা নির্বাহী অফিসার আহসান উদ্দীন মুরাদের অপসারণ দাবি করে।


মানিকছড়ির উপজেলা নির্বাহী অফিসার আহসান উদ্দীন মুরাদের বিরুদ্ধে মানিকছড়ি রানী নীহার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন ও যোগ্যছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমকে আজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে অসদাচরণ, অপদস্থ ও হেনস্থার প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করে।


খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় প্রায় এক ঘণ্টারও বেশি যান চরাচল বন্ধ থাকে। বিক্ষুব্ধ শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনেও অবস্থান নিয়ে বিক্ষোভ করে।


এদিকে নিরাপত্তাবাহিনীর সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা দফায় দফায় শিক্ষার্থীদের সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমাসহ জনপ্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা দু’দিনের মধ্যে দাবি মানার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেয়।


পরে তারা উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে জেলা প্রশাসককে স্মারকলিপি পাঠায়।


বিবার্তা/জয়নাল/শান্ত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com