শিরোনাম
লুটের তিন কেজি সোনা উদ্ধার, আটক ২
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৮, ১৪:৫৬
লুটের তিন কেজি সোনা উদ্ধার, আটক ২
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের মহেশপুরে সোনারতরী বাসে ডাকাতির ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তিন কেজি সোনা।


আটকরা হলেন, জেলার কোটচাঁদপুর উপজেলা শহরের পোস্টঅফিস পাড়ার আশরাফুল ইসলাম পটলাও একই উপজেলা শহরের আদর্শপাড়ার হারুন অর রশীদ ওরফে ভাগ্নে মিলন।


শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ৩০টি সোনার বারসহ তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মহেশপুর থানার ওসি আহম্মেদ কবীর।


ওসি জানান, চলতি মাসের ৪ তারিখ গভীর রাতে কালীগঞ্জ-জীবননগর সড়কে ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনাগামী সোনারতরী বাসে ডাকাতি হয়। ডাকাতরা বাসটিতে থাকা চোরাকারবারীদের কাছ থেকে বিপুল পরিমান সোনাসহ যাত্রীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।


তিনি আরো বলেন, একটি মাইক্রোবাসে চড়ে ৭/৮ জন ডাকাত বাসটির গতিরোধ করে ঘটনাটি ঘটায়। বাসে যাত্রিবেশী দুই ডাকাত ছিলো বলে আটক করা ব্যক্তিরা স্বীকার করেছে।


বুধবার ভোর রাতে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখের নেতৃত্বে ঢাকার গাবতলী থেকে সোনারতরী বাসের কাউন্টার মাস্টার আশরাফুল ইসলাম পটলাকে আটক করা হয়। তাকে সঙ্গে নিয়ে মহেশপুর ও কোটচাঁদপুরে অভিযান চালিয়ে আটক করা হয় ইজিবাইক চালক হারুন অর রশীদ ওরফে ভাগ্নে মিলনকে।


এ দুই জনের দেয়া তথ্য মতে শুক্রবার ভোর রাতে তাদের বাড়ি থেকে ৩০টি সোনারবার উদ্ধার করা হয়। যার ওজন আনুমানিক ৩ কেজি বলে জানিয়েছেন মহেশপুর থানার ওসি।


আটকরা পুলিশকে জানিয়েছে বাসটিতে ৪৭টি সোনার বার ছিল। এই সোনা পাচার করার জন্য ঢাকা থেকে দর্শনা নেয়া হচ্ছিল। সোনা বহনকারী চোরাকারবারী দলের সদস্যদের কাছ থেকে ডাকাত বেশে লুটে নেয়া হয় সোনাগুলো।


মহেশপুর থানার ওসি জানান, আরো তথ্য উদ্ধারে আটক ব্যক্তিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।


বিবার্তা/কোরবান/নুর/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com