শিরোনাম
কুড়িগ্রামে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে প্রচারণা
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৮, ১৮:০৯
কুড়িগ্রামে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে প্রচারণা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘১৮ বছর বয়সের নিচে কারো কাছে বিড়ি-সিগারেট বিক্রি নয়’ এই শ্লোগান সামনে রেখে কুড়িগ্রামে তামাক ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে প্রচারণা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানেই সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান ও পুলিশ সুপার মো. মেহেদুল করিম।


বিশেষ করে বিড়ি-সিগারেট বিক্রি নিয়ন্ত্রণে সচেতনতামূলক র‌্যালি-সমাবেশের পাশাপাশি দোকানে-দোকানে গিয়ে প্রচারণা চালানো হয়। জেলা প্রশাসন এই কর্মসূচি’র আয়োজন করে।


বিবার্তা/সৌরভ/শান্ত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com