শিরোনাম
টাঙ্গাইলে পণ্য মেলার উদ্বোধন
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৮, ১৬:৩৫
টাঙ্গাইলে পণ্য মেলার উদ্বোধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানায় উৎপাদিত পণ্য নিয়ে টাঙ্গাইলে ৭ দিনব্যাপি আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যোন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।


শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যোন গিয়ে শেষ হয়। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।


এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমীনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুব আলম (পিপিএম), টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নেসার উদ্দিন জুয়েল, এসএমই-এর ব্যবস্থাপক আবু নাসের খান, টাঙ্গাইলের সোনালী ব্যাংকের এজিএম আমিনুর রহমান খান প্রমুখ।


অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ছোট-বড় ৫৩টি স্টল বসেছে।


বিবার্তা/তোফাজ্জল/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com