শিরোনাম
কুড়িগ্রামে ৫ হাজার পরিবারে ত্রাণ বিতরণ
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৮, ১৮:২৮
কুড়িগ্রামে ৫ হাজার পরিবারে ত্রাণ বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে ইমারজেন্সি রেসপন্স ইনিসিয়েটিভের আরলি রিকোভারি ফেসিলিটি প্রকল্পের মাধ্যমে ইউএনডিপি’র সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।


বুধবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চত্বরে এসব ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যব্রত সাহা।


কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সভাপতিত্বে বিতরণকালে বক্তব্য দেন, ইউএনডিপি’র রংপুর প্রজেক্ট অফিসের ম্যানেজমেন্ট অ্যাডভাইজার অর্ধেন্দু শেখর রায়, প্রোগ্রাম এনালাইসিস আরিফ আব্দুল্লাহ খান, সদর ইউএনও আমিন আল পারভেজ প্রমুখ।


প্রকল্পের মধ্যে কুড়িগ্রাম জেলার উলিপুর, চিলমারী ও সদর উপজেলার ৫ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে ১৬টি ঢেউটিন, ট্রাংক, স্কুল ব্যাগ, পাতিল, মশারি, বিছানার চাদর, কম্বল ও হাতকরাত বিতরণ করা হয়।


বিবার্তা/সৌরভ/নুর/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com