শিরোনাম
চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মসূচি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৮, ১৫:১৯
চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মসূচি
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘চালালে গাড়ি সাবধানে বাঁচবে সবাই প্রাণে, এই শ্লোগানকে সামনে রেখে বুধবার সকালে নড়াইলে পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।


জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি যশোর সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় দুই দিনব্যাপী শতাধিক চালককে এই প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী।


কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ারুল ইসলাম, যশোর সার্কেলের সহকারী পরিচালক সৈয়দ মেসবাহ উদ্দিন, মোটরযান পরিদর্শক নাসিরুল আরেফিন, নড়াইল জেলা শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান প্রমুখ।


যানবাহন বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশে সড়ক দুর্ঘটনাও দিন দিন বেড়েই চলেছে এবং তা বর্তমানে বেপরোয়াভাবে সড়ক ব্যবহার, অজ্ঞতা, অসচেতনা ও অপর্যাপ্ত সড়ক ব্যবস্থাপনায় মারাত্মক আকার ধারণ করেছে। এতে মুল্যবান জীবনহানীর সাথে সাথে দেশ প্রচুর আর্থিক ক্ষতিরও সম্মুখীন হচ্ছে। সভায় এ সকল বিষয়ে চালকদের সচেতনা বৃদ্ধির আহ্বান জানান বক্তরা।


বিবার্তা/শরিফুল/নুর/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com