শিরোনাম
১৩ শ্রমিক নিহতের মামলায় চালকের আত্মসমর্পণ
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৮, ২০:৩৯
১৩ শ্রমিক নিহতের মামলায় চালকের আত্মসমর্পণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গার জয়রামপুরে সড়ক দুর্ঘটনায় ১৩ শ্রমিক নিহতের মামলার প্রধান আসামি ট্রাক চালক রাজিব হোসেন (৩০) আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার দুপুরে আমলী আদালত দামুড়হুদা অঞ্চলে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক মোস্তাফিজুর রহমান জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


২০১৭ সালের ২৬ মার্চ সকালে চুয়াডাঙ্গা-যশোর সড়কের জয়রামপুর মোড় এলাকায় ট্রাক ও একটি আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমসাধুতে থাকা ১৩ জন মাটিকাটা শ্রমিক নিহত হন। নিহত ১৩ শ্রমিকের বাড়ি দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামে।


বাংলাদেশের ইতিহাসে ওই দুর্ঘটনা স্মরণকালের ভয়াবহ সড়ক দুর্ঘটনা হওয়ায় প্রশাসন নড়ে চড়ে বসে। এ ঘটনায় ওইদিন রাতেই দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দীন বাদি হয়ে ট্রাকের চালক রাজীব ও হেলপার জুয়েলকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলার দ্বিতীয় আসামি জুয়েল রানা ২০১৭ সালের ২৯ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করেন।


বিবার্তা/সাকলাইন/শান্ত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com