ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৯:১৩
ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীর পরশুরাম উপজেলার সীমান্তবর্তী বাসপদুয়া গ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মিল্লাত হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। মো. আফছার (৩১) নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।


বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্তের ২১৬৪/৩-এস পিলার এলাকায় এ গুলির ঘটনা ঘটে।


নিহত মিল্লাত পরশুরামের পৌরসভার বাসপদুয়া এলাকার ইউছুফ মিয়ার ছেলে ও আহত আফছার একই এলাকার এয়ার আহম্মদের ছেলে।


জানা গেছে, মধ্যরাতে মিল্লাত ও আফছার সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাঁটার কাছাকাছি যাওয়ার অভিযোগ এনে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনেই গুলিবিদ্ধ হন।


স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়।


এলাকাবাসীর ভাষ্যমতে, মধ্যরাতে এক ব্যবসায়ীর চিনি আনতে তারা কাটাতার সংলগ্ন স্থানে অপেক্ষা করছিলেন।


বিষয়টি নিশ্চিত করে বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি দুই নাগরিক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে লিখিত প্রতিবাদ জানানো হবে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com