
নাটোরের গুরুদাসপুরে অস্ত্র, চাঁদাবাজি, মাদকসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি পিতা ও পুত্রের অন্যায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসী। উপজেলার কুমারখালী চরপাড়া গ্রামের যুব সমাজ রক্ষার্থে মাদক সম্রাট আবুল কালাম ও তার ছেলে রাকিবুল হাসান সোহাগের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামে ওই মানববন্ধন করেন ভুক্তভোগী গ্রামবাসী। এসময় নজরুল ইসলাম, আব্দুল মতিন, সাইফুল ইসলাম, রাজ্জাক, জিয়াউর রহমান, রানাসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, কালাম ও সোহাগের মাদকদ্রব্যে নষ্ট হচ্ছে কুমারখালী যুব সমাজ। অস্ত্র, মাদক, চুরি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে তাদের নামে। তবুও এলাকায় মাদক বিক্রি, চুরি ও চাঁদাবাজি করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা জাল টাকার মামলার সঙ্গেও জড়িত। এলাকার অনেক মানুষের ভ্যান, পুকুর থেকে মটর ও ট্রান্সফর্মার চুরি করেছে। টাকার স্বার্থে যেকোনো অন্যায় কাজ করতে পারে তারা। মাদক সম্রাট পিতাপুত্রের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা ও তাদের বিচারের দাবিতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী।
অভিযুক্ত কালাম ও সোহাগ পলাতক থাকায় এ ব্যাপারে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক বলেন, ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।#
বিবার্তা/জনি/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]