
শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ডে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে ১২ দফা দাবি জানান শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন। কিন্তু চেয়ারম্যানের কথায় আশ্বস্ত না হয়ে তারা আবার আন্দোলন নামেন। বেলা আড়াইটার দিকে তারা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।
বেলা সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা এক দফা নিয়ে বোর্ড চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন একদল শিক্ষার্থী। পরে বিকেল চারটার দিকে তারা বাইরে এসে জানান, বোর্ড চেয়ারম্যান তাদের দাবি মেনে নিয়েছেন। তখন একদল শিক্ষার্থী জানান, তারা পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া ছাড়া আন্দোলনস্থল থেকে চলে যাবেন না। এনিয়ে নিজেদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। এরপর শিক্ষার্থীরা ফটকের তালা খুলে দেন।
এ বিষয়ে শিক্ষাবোর্ডর চেয়ারম্যান আ ন ম মোফাখখারুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা প্রথমে যেসব দাবি-দাওয়া নিয়ে এসেছিলেন। সেগুলো তার এখতিয়ারের মধ্যে ছিল না। পরে তারা একটি লিখিত দাবি নিয়ে আসেন। তিনি এটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠাবেন।
বিবার্তা/মোস্তাফিজুর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]