জুলাই শহিদদের স্মরণে নাজিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ২১:১৮
জুলাই শহিদদের স্মরণে নাজিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের নাজিরপুরে জুলাই শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’-এর অংশ হিসেবে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচি উপজেলা শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়।


উপজেলার ২ জন জুলাই শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২ টি ফলজ গাছ এবং উপজেলা শহীদ মিনার চত্বরে আরো কয়েকটি ফলজ গাছের চারা রোপণ করা হয়। আয়োজকদের ভাষ্য, এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে এবং একইসঙ্গে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয়েছে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা, উপজেলা জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান এশা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান হাজরা টিপু,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা,শিক্ষক সাংবাদিক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্যে বলেন, ‘জুলাই শহিদদের আত্মত্যাগ শুধু ইতিহাসের অংশ নয়, তা আমাদের কাছে অনুপ্রেরণার উৎস। তাঁদের স্মরণে আজকের বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের দায়িত্ববোধের প্রতীক, যা পরিবেশ রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে।’


শহিদ পরিবারের সদস্যরা জানান, শহিদদের স্মরণে এমন একটি আয়োজন দেখে তাঁরা আবেগাপ্লত। তাঁদের প্রত্যাশা, আগামীতে আরও ব্যাপকভাবে শহিদদের স্মরণে নানা কর্মসূচি গ্রহণ করা হবে, যাতে নতুন প্রজন্ম তাঁদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে।


আয়োজক সূত্রে জানা গেছে, এ কর্মসূচির অংশ হিসেবে নাজিরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরেও পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম চালানো হবে।


নাজিরপুর উপজেলার বাসিন্দারা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের মতে, শহিদদের স্মরণে এমন পরিবেশবান্ধব কার্যক্রম মানুষের মধ্যে সচেতনতা বাড়াবে এবং আগামী প্রজন্মকে পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তুলবে।


বিবার্তা/মশিউর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com