
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক পঞ্চগড়ের পৃথক দুইটি সীমান্ত দিয়ে আবারও পুশইনের ঘটনা ঘটেছে।
বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ১৭ জন ও সদর উপজেলার চাকলা হাট ইউনিয়নের শিংরোড সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।এদের মধ্যে ৮ জন পুরুষ, ৮ জন নারী ও ৮ জন শিশু।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর থানা ও বোদা থানা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন। সকলেই নড়াইল ও বাগের হাট জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আটকৃতরা জানান, বিগত ১০ বছর যাবৎ তারা ভারতের দিল্লিতে ভাঙ্গারীর কাজ করত বলে জানা যায়। ৬ জুলাই তাদের দিল্লি থেকে আটক করে ভারতীয় পুলিশ। পরে গতকাল বিমান যোগে নিয়ে এসে গভীর রাতে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।
পুলিশ জানায়, গত রাতে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালেকাডাঙ্গা সিমান্ত দিয়ে ৬ নারী, ৫ শিশু ও ৬ জন পুরুষ সহ মোট ১৭ জনকে রাতের আধারে পুশইন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। পরে সীমান্তবর্তি এলাকায় ঘুরাঘুরি করতে দেখে তাদের আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যায় স্থানীয়রা। পরে বিজিবি সদস্যরা খবর পেয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বোদা থানায় সোপর্দ করে।
অপরদিকে, প্রায় একই সময়ে সদর উপজেলার শিংরোড সিমান্ত দিয়ে ২ নারী, ৩ শিশু ও ২জন পুরুষ সহ আরো ৭জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ। পরে তাদের সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সদর থানায় সোপর্দ করেন তারা ।
পঞ্চগড় বোদা থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন(ওসি) ও সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান (ওসি) জানান, আটককৃতদের পকৃত পরিচয় যাচাই-বাছাইয়ের পক্রিয়া সম্পন্ন করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।। আর কেউ যদি ভারতীয় নাগরিক হয়ে থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]