
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নরসিংদী জেলা যুবদল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে জেলখানার মোড় থেকে একটি মিছিল শুরু করে সদর উপজেলা মোড় এসে মিছিলটি শেষ হয়।
জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ এর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক মোকারম ভূইয়া, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনিসহ জেলার সকল উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
এর আগে বিভিন্ন উপজেলা থেকে যুবদলের নেতৃবৃন্দ মিছিল নিয়ে জেলখানার মোড়ে এসে একত্রিত হয়। পরে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল নিয়ে বের হয় জেলা যুবদলের নেতৃবৃন্দ।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]