
সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে রাজবাড়ী জেলা যুবদল।
বৃহস্পতিবার (১৭ই জুলাই) সকাল সাড়ে ১১ টায় শহরের পান্না চত্বরের পৌর ইউ মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি পশহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্ত্বরে এসে শেষ হয়।পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, রাজবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানা, সদস্য সচিব গোলাম মহিউদ্দিন গীটার,রাজবাড়ী পৌর যুবদলের সাবেক সভাপতি ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খায়রুজ্জামান খায়রু, গোয়ালন্দ পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, পাংশা পৌর যুবদলের আহ্বায়ক ফরিদ সরদার, বালিয়াকান্দি উপজেলা আহ্বায়ক মিজানুর রহমান মিজান, পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সাবেক ছাত্র নেতা ও গোয়ালন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় জেলা যুবদলের সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর রাজপথে ছিলাম। অনেক হামলা ও মামলার শিকার হয়েছি আমরা।অনেক ত্যাগ স্বীকার করেছি। গত ৫ আগস্ট আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছি। স্বৈরাচারী সরকার পতনের পেছনে বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক অবদান রয়েছে। কিন্তু বর্তমানে কিছু কুচক্রী মহল জামায়াত শিবির সহ এনসিপি বলছে বিএনপির কোন অবদান নেই।তারা বিভিন্ন মিথ্যা ও বানোয়াট গুজব ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। আমরা বলতে চাই আগস্টের সরকার পতনের মাস্টার প্লানার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বক্তারা আরও বলেন, জামায়েত ইসলামী পরিকল্পিতভাবে বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং আগামী নির্বাচনকে বিতর্কিত করতে চাচ্ছে তারা। যুবদল এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন আরও বেগবান করার ঘোষণা দেন তিনি।
মিঠুন গোস্বামী/রাজবাড়ী প্রতিনিধি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]