
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বামনঘিয়ালা গ্রামের মো. আলী হোসেনের ছেলে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জে.ও.এম তৌফিক আজম। এর আগে সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া ডাবল ব্রিজ সংলগ্ন হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি দ্রুতগতির যানবাহন তাকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিংগাইরের একটি বেসরকারি হাসপাতাল ঢাকা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে রাতেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম জানান, অজ্ঞাত যানবাহন ও চালককে শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/হাবিবুর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]