
নরসিংদীতে এক মাদক কারবারির বাড়ী থেকে সাজিদ হোসেন (২২) নামে আরেক মাদক কারবারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকালে সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটা টেকপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী দুলালের বাড়ি হতে মরদেহটি উদ্ধার করা হয়। সাজিদ হোসেনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
নিহত সাজিদ হোসেন (২২) বাগহাটা গ্রামের আব্দুল আজিজের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
স্বজনদের অভিযোগ, দুলাল ও তার সহযোগীরা সাজিদকে বাড়িতে আটকে রেখে নির্যাতন করে হত্যা করে পালিয়ে যায়। তাকে পাঁচদিন ধরে নির্যাতন করেছে। তাকে বাঁচাতে নগদ ৫০ হাজার টাকা দিতে বলা হয়েছিল। আমাদের কাছে টাকা না থাকায় দুলাল বাড়ির দলিল নিতে চেয়েছিল। গতকাল রোববার তার বাড়িতে গেলেও সাজিদকে দেখতে দেয়নি তারা। শেষ পর্যন্ত ছেলেটিকে নিষ্ঠুরভাবে হত্যা করল তারা।
খবর পেয়ে রোববার সকালে শেখেরচর ফাঁড়ি ও সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় বাসিন্দাদের ধারনা, টেকপাড়া গ্রামের আতাউরের ছেলে মাদককারবারি ও একাধিক মামলার আসামি দুলাল এখন স্থানীয় রাজনৈতিক নেতাদের অনুসারী। সাজিদকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পরিবারের কাছ থেকে ছিনিয়ে মাদক ব্যবসার সহযোগী বানিয়েছে দুলাল। ধারণা করা হচ্ছে মাদক সংক্রান্ত বিরোধের জেরে তারাই তাকে হত্যা করে পালিয়ে গেছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সেই সাথে যাদের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে তারাও চিহ্নিত মাদক ব্যবসায়ী। তবে ঠিক কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সে সম্পর্কে জানার চেষ্টা করছে পুলিশ।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]