
১২’শ মিটার পাকারাস্তার জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে চলনবিল অধ্যুষিত দশ গ্রামের অন্তত ২০ হাজার বাসিন্দাকে। চলনবিলের নাটোরের গুরুদাসপুর অংশের বিয়াঘাট বিলহরিবাড়ি আনিসের বাড়ি থেকে জলিলের বাড়ি পর্যন্ত কাচা রাস্তা বর্ষা মৌসুমে চলাচলের অনুপোযোগী হয়ে পরে। সোমবার (১৪ জুলাই) এলাকার ৫ শতাধিক মানুষ মানববন্ধনে রাস্তা পাকাকরNeর দাবি জানান।
জানাগেছে, উপজেলার বিয়াঘাট ইউনিয়নের জনগুরুত্বপুর্ন বিলহরিবাড়ি আনিসের বাড়ি থেকে জলিলের বাড়ি পর্যন্ত রাস্তা দিয়ে হরদমা, সাবগাড়ী যোগেন্দ্র নগর, জ্ঞানদানগর, বিলহরিবাড়ি, তেলকুপিসহ অন্তত ১০ গ্রামের মানুষ চলনবিলে উৎপাদিত ফসল ঘরে তোলে। কিন্তু বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই কাদাজলে দুর্ভোগ পোহাতে হয় কৃষক শ্রমিকসহ এ এলাকায় বসবাসকারী সর্বসাধারণকে।
মানববন্ধনে বক্তব্য রাখেন জিল্লুর রহমান,মহিরুল ইসলাম,ফেরদৌস আলম,আব্দুল আজিজ,সাইদুর রহমান প্রমুখ।
বক্তারা দ্রুত রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়ে বলেন, চলনবিল অধ্যুষিত বিলহরিবাড়ি গ্রামে এ রাস্তা দিয়ে কৃষক, শ্রমিক, শিক্ষার্থী চলাচল করে। বৃষ্টি হলেই পানি জমে কর্দমাক্ত রাস্তায় হেঁটেও চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয়। বর্ষাকালে রোগী, মসজিদ, মাদরাসা, কবরস্থান, স্কুলগামী সর্বসাধারণের ভোগান্তির শেষ হয় না।
বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সুজা বলেন, জনগুরুত্বপূর্ণ ওই রাস্তাসহ ইউনিয়নের কাঁচা রাস্তাগুলো পাকাকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি দ্রতই রাস্তাটি পাকা হবে।
বিবার্তা/জনি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]