আল্লাহর আইন মানার জন্য রাজশাহীতে ছাত্রদল নেতার পদত্যাগ
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১৬:৪৫
আল্লাহর আইন মানার জন্য রাজশাহীতে ছাত্রদল নেতার পদত্যাগ
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আল্লাহ তায়ালার আইন ও হুকুম মেনে চলার জন্য রাজশাহীতে ছাত্রদল থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির এক নেতা। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ পদত্যাগের কথা জানান। অবশ্য ওই পোস্টটি পরে সরিয়ে ফেলেন তিনি। তবে পদত্যাগের সিদ্ধান্তে অনড় থাকার কথা পরবর্তীতে তিনি নিজেই নিশ্চিত করেছেন।


ওই ছাত্রদল নেতার নাম মো. সাকিব হাসান জয়। তিনি ছাত্রদলের রাজশাহীর পবা উপজেলার কাটাখালি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড সভাপতি ছিলেন। বর্তমানে ইন্টারমিডিয়েটে অধ্যায়নরত রয়েছেন তিনি।


নিজের ফেসবুক স্ট্যাটাসে সাকিব হাসান জয় লেখেন, ‘আমি মোঃ সাকিব হাসান (জয়)।কাটাখালি পৌরসভা, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম। আজ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করছি’


পদত্যাগের কারণ উল্লেখ করে তিনি লেখেন, ‘যে সংগঠনে আল্লাহর আইন নেই, সেখানে কোনো ঈমানদার মুসলমানের থাকার অধিকার নেই। আমার রাজনীতি ইসলামের জন্য, আমার অবস্থান সত্য ও ন্যায়ের পক্ষে নয়। আল্লাহর বিধানের বাইরে কোনো পথ আমার জন্য ইসলামের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে– এটাই আমার অবস্থান।’


পরে তিনি সেই স্ট্যাটাস ডিলিট করে ফেলেন। তবে সাকিব হাসান জয় পদত্যাগের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ‘বর্তমান সময় সম্পর্কে আপনিও তো জানেন। বর্তমানে ছাত্রদল ও বিএনপি যা শুরু করেছে, মুসলমান হয়ে নিজেকে অনেক কষ্ট লাগছে। ওরাও মুসলমান, আমরাও মুসলমান। তবে এভাবে মানুষকে যখন অ্যাটাক করে তখন খুব কষ্ট লাগে। আমি পদত্যাগ করেছি এটা নিশ্চিত, কোনো সন্দেহ নাই।’ তবে তবে, যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ হবে তার পক্ষ থেকে এটাও নিশ্চিত করেন সদ্য পদত্যাগকারী এই নেতা।


এ বিষয়ে রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার বলেন, জয় আমাদের কর্মসূচিতে আসত। তাকে তো দেখতাম, সে সব কর্মসূচিতেই ছিল। কিন্তু তার পদত্যাগের ব্যাপারে আমি কিছু জানি না। এটা তার ব্যক্তিগত বিষয়। কে কোন দল করবে, কাদের সাথে থাকবে, এগুলো একান্ত তার নিজের বিষয়। কেন্দ্রের নির্দেশনা মোতাবেক আমাদের সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।’


বিবার্তা/সোহানুর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com