সিংগাইরে এসএসসি পরীক্ষায় শীর্ষে শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১৭:৫০
সিংগাইরে এসএসসি পরীক্ষায় শীর্ষে শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ফলাফলে শীর্ষে রয়েছে শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। চলতি বছর ওই বিদ্যালয় থেকে ৯৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৮৭ জন কৃতকার্য হয়। এদের মধে ২জন গোল্ডেন জিপিএসহ মোট ৫ জন জিপিএ ৫ পেয়েছে। পাসের হার ৯১.৫৮ যা উপজেলায় সর্বোচ্চ।


শুধু পাসের হারেই নয়, গুণগত ফলাফলেও স্কুলটি এমন চমকপ্রদ সাফল্য করায় বিদ্যালয় প্রাঙ্গণে বইছে উৎসবের আমেজ। উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক বলেন, এই সাফল্য অর্জন হয়েছে আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত পরিকল্পনায়। সারা বছর নিয়মিত শিক্ষাদান ও মূল্যায়নের মাধ্যমেই আমরা উপজেলায় প্রথম স্থান অর্জন করেছি। তিনি আরও বলেন, আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। এই সাফল্য আমাদের জন্য অনুপ্রেরণা ও পথচলার শক্তি।


বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া বলেন, এক সময়ের প্রায় অচেনা শিক্ষা প্রতিষ্ঠানটি আজ সিংগাইর উপজেলায় শীর্ষে। এটি শুধু গর্বের নয়, শিক্ষাক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত। প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক ও ছাত্র—ছাত্রীদের নিরলস পরিশ্রম সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।


বিবার্তা/হাবিবুর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com