জিনারদীতে
নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১৭:১৬
নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর পলাশে জিনারদী রেলস্টেশনে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবীতে মানববন্ধন করেছেন জিনারদী, পাঁচদোনা ও শীলমান্দী ইউনিয়নের সর্বস্তরের জনগণ।


রোববার (১৩ জুলাই) দুপুরে জিনারদী রেলস্টেশনের প্ল্যাটফর্মে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, জিনারদী রেল স্টেশনটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এই অঞ্চলের উৎপাদিত কলা, আনারস ও সবজি এই রেল স্টেশন থেকে ঢাকায় সরবরাহ করা হয়। এছাড়া সরকারি বেসরকারি চাকুরিজীবীসহ ক্ষুদ্র ব্যবসায়ীরা এই এলাকা হতে নিয়মিত ঢাকায় যাতায়াত করতে হয়। সেই সুবাদে এখানে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রা বিরতি অতি জরুরী। ট্রেনটি এখানে যাত্রাবিরতি দিলে জিনারদী, পাঁচদোনা ও শীলমান্দী তিনটি ইউনিয়নের মানুষের ব্যবসা বাণিজ্যসহ মানুষের জীবন মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। আমরা নরসিংদী কমিউটার ট্রেনটি জিনারদী রেলস্টেশনে যাত্রাবিরতি দেয়ার জন্য রেল মন্ত্রণালয়ের বিশেষ সুদৃষ্টি কামনা করছি।


মানববন্ধনে সভাপতিত্ব করেন, পলাশ থানা যুবদলের সভাপতি নিছার আহমেদ খান।এসময় বক্তব্য রাখেন, পলাশ থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ খান, জিনারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, পাঁচদোনা ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম গাজী, জিনারদী ইউনিয়ন যুবদলের সভাপতি রাজিউদ্দিন আহমেদ রাজু, জিনারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল হোসেন, সিনিয়র সহসভাপতি সিদ্দিকুর রহমান ও ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফোরকান পাঠানসহ অন্যরা।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com