
বান্দরবানের লামা উপজেলার সব রিসোর্ট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ের ঢালুতে অবস্থিত প্রায় ৭৫টি রিসোর্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দীন।
তিনি জানান, মিরিঞ্জা ভ্যালিসহ লামার প্রায় সবগুলো রিসোর্ট পাহাড়ের ঢালুতে থাকায় আগত পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সকলের সম্মতিক্রমে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব রিসোর্ট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিবার্তা/আরমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]