সারাদেশ
কাউখালীতে বিএনপির সম্মেলন, সভাপতি আহসান, সম্পাদক দ্বীন মোহাম্মদ
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১৮:২৮
কাউখালীতে বিএনপির সম্মেলন, সভাপতি আহসান, সম্পাদক দ্বীন মোহাম্মদ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দীর্ঘ নয় বছর পর কাউখালী উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন হয়েছে। এতে সভাপতি পদে এস.এম আহসান কবীর ও সাধারণ সম্পাদক পদে এইচ.এম দ্বীন মোহাম্মদ নির্বাচিত হয়েছেন।


এছাড়া সহসভাপতি মমনিরুজ্জামান মিয়া,যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিকসন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার এবং রফিকুল ইসলাম রফিক নির্বাচিত হয়েছেন।


এদের বিপরীতে কোন প্রার্থী না থাকায় কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।


মঙ্গলবার (৮ জুলাই) স্থানীয় পুরাতন ঈদগাহ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।


উপজেলা বিএনপির আহ্বায়ক ও কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম আহসান কবীরের সভাপতিত্বে ও সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ এর সসঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক( বরিশাল বিভাগ) মাহাবুল হক নান্নু।


আরো বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, সাইদুল ইসলাম কিসমত, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার রেজাউল করিম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, সিনিয়র বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, শাফিউল আজম ভিপি দুলাল, উপজেলা যুগ্ম-আহবায়ক জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, লিয়াকত হোসেন, রফিকুল ইসলাম রফিক প্রমুখ।


বিবার্তা/রবিন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com