মোংলায় কৃষি উন্নয়ন ও গ্রামীণ রূপান্তরে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেসে অনুষ্ঠিত
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১৮:২১
মোংলায় কৃষি উন্নয়ন ও গ্রামীণ রূপান্তরে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেসে অনুষ্ঠিত
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন (পার্টনার)” প্রকল্পের আওতায় মোংলায় অনুষ্ঠিত হলো পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস।


মঙ্গলবার (৮ জুলাই) মোংলা উপজেলা পরিষদের হলরুমে দিনব্যাপী এ আয়োজনে মাঠ পর্যায়ের কৃষক-কৃষাণী, উদ্যোক্তা, কৃষি কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট প্রকল্প প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাগেরহাট খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মোঃ মোতাহার হোসেন এবং খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্প সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন।


কী-নোট স্পিকার হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রশান্ত হাওলাদার।


তিনি বলেন,“প্রযুক্তিনির্ভর কৃষির উন্নয়নে মাঠপর্যায়ের কৃষকদের বাস্তব অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকরা একে অপরের অভিজ্ঞতা শেয়ার করতে পারে, যা তাদের চাষাবাদে সাফল্য এনে দেয়। বিশেষ করে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয়ভাবে অভিযোজিত প্রযুক্তি চর্চা ও নারীর সক্রিয় অংশগ্রহণ সময়োপযোগী।”


সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন,“গ্রামীণ রূপান্তর ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হলে নারীদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে। পাটনার প্রকল্পের মতো কর্মসূচির মাধ্যমে নারীর ক্ষমতায়ন, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং জীবনমান উন্নয়ন সম্ভব। মাঠ পর্যায়ে চাষিদের প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি নির্ভর জ্ঞান প্রদান এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখে।”


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোংলা কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মোংলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ আহসান হাবীব হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান পরিবেশবিদ বিশিষ্ট সাংবাদিক মোঃ নূর আলম শেখ প্রমুখ ।


অনুষ্ঠানে আলোচকরা আরোও বলেন, কৃষি খাতে উদ্ভাবনী প্রযুক্তি, কৃষক-কৃষাণীদের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, সেচ ব্যবস্থার আধুনিকায়ন এবং জলবায়ু সহনশীল ফসল চাষের প্রসার ঘটিয়ে কৃষির টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। ফলজ বৃক্ষে ভরবো দেশ,বদলে দেবো বাংলাদেশ।


জাহিদ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com