
স্থলবন্দর দিয়ে নির্দিষ্ট কিছু পণ্য আমদানিতে ভারত সরকারের দেয়া নিষেধাজ্ঞার ফলে ক্ষতিগ্রস্ত হবে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য। প্রতিদিন প্রায় ৪০ লাখ টাকার পণ্য রপ্তানি ব্যাহত হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাবার, ফল, ফলের জুস, তুলা, প্লাস্টিক, পিভিসি সামগ্রী ও কাঠের ফার্নিচার আমদানি করতে পারবেন না ভারতীয় ব্যবসায়ীরা। তবে এসব পণ্যের মধ্যে তৈরি পোশাক ও কাঠের ফার্নিচার ছাড়া বাকি সবকটি পণ্যই আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়- যা বন্দরের রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন প্রায় ৪০ লাখ টাকার প্রক্রিয়াজত খাবার, পিভিসি সামগ্রী, প্লাস্টিক সামগ্রী, তুলা এবং ফলের জুস রপ্তানি হয় বন্দর দিয়ে।
আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, গণমাধ্যমে কিছু পণ্য আমদানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার খবর জেনেছেন। তবে এ বিষয়ে দাপ্তরিক কোনো চিঠি পাননি বলে জানান তিনি।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]