প্রাণ-আরএফএল-এর উদ্যোগ
রাজশাহীতে ১২ হাজার কর্মসংস্থান ও সম্ভাবনার দ্বার উন্মোচন
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১৯:৩১
রাজশাহীতে ১২ হাজার কর্মসংস্থান ও সম্ভাবনার দ্বার উন্মোচন
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দীর্ঘ ২২ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা রাজশাহী টেক্সটাইল মিল অবশেষে প্রাণ ফিরে পাচ্ছে। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের উদ্যোগে মিলটি নতুন নাম ‘বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড’ হিসেবে যাত্রা শুরু করছে। বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের (বিটিএমসি) সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (PPP) আওতায় এটি বাস্তবায়ন হচ্ছে। ইতোমধ্যে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে এবং শীঘ্রই মিলটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।


প্রায় ২৬ একর এলাকাজুড়ে বিস্তৃত এই কারখানাটি উত্তরবঙ্গে বৃহত্তম পরিবেশবান্ধব শিল্প প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। উৎপাদিত হবে ব্যাগ, জুতা ও প্রস্তুত তৈরি পোশাক (RMG)। পাশাপাশি একটি আধুনিক কল সেন্টারও স্থাপিত হবে। সব মিলিয়ে পুরো প্রকল্পটি শতভাগ রপ্তানিমুখী হবে।


প্রাণ-আরএফএল গ্রুপের মার্কেটিং ডিরেক্টর কামরুজ্জামান কামাল জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে আগামী দুই বছরের মধ্যে ১২,০০০ মানুষের কর্মসংস্থান হবে এবং প্রায় ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। সোমবার রাজশাহীর এক হোটেলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।


কামরুজ্জামান কামাল আরও বলেন, “দেশের সার্বিক উন্নয়নের জন্য ঢাকাকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে। তাই উত্তরবঙ্গের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা এ প্রকল্প হাতে নিয়েছি।”


নতুন এই শিল্পপার্ক হবে একটি ‘গ্রিন ইন্ডাস্ট্রিয়াল পার্ক’, যেখানে সৌরশক্তি ব্যবহার, সবুজ অঞ্চল সংরক্ষণ এবং পানির পুনর্ব্যবহার ব্যবস্থা থাকবে।


প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মাল্টি-লাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুর রহমান জানিয়েছেন, ইতোমধ্যে পরিত্যক্ত শেড সংস্কার করে সীমিত পরিসরে উৎপাদন শুরু হয়েছে, যেখানে ১,০০০ জন স্থানীয় কর্মী কাজ করছেন। আরও ১,০০০ কর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান। পাশাপাশি শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ স্থাপনের কাজও হাতে নেওয়া হয়েছে।


উল্লেখ্য, প্রাণ-আরএফএল গ্রুপ বর্তমানে রাজশাহীতে দুটি কারখানা পরিচালনা করছে—বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও প্রাণ অ্যাগ্রো লিমিটেড—যেখানে প্রায় ১,২০০ জন কর্মরত রয়েছেন।


রাজশাহীর জন্য এই উদ্যোগ শুধু নতুন কর্মসংস্থানই নয়, বরং একটি নতুন অর্থনৈতিক জাগরণও বয়ে আনবে বলেই মনে করা হচ্ছে। স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে, জীবনমান উন্নত হবে এবং রাজশাহী নতুন করে শিল্পোন্নয়নের একটি মডেল শহরে পরিণত হতে পারে—এ আশাই এখন সবার মনে।


বিবার্তা/মোস্তাফিজুর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com