
শেরপুরের ঝিনাইগাতীতে মাটির কূপের গভীরে নেমে শ্বাসরুদ্ধ হয়ে নিহত দুই জনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিরঞ্জন কোচের স্ত্রী শান্তনা কোচ ও নারায়ণ কোচের স্ত্রীর হাতে এ চেক তুলে দেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, বাংরাদেশ আদিবাসী কোচ ইউনিয়ন শেরপুর জেলা শাখার সভাপতি রয়েল কোচ প্রমুখ।
ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, কূপ খনন করতে গিয়ে নিহত দুই পরিবারের সদস্যদের হাতে সরকারিভাবে ২৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে। এছাড়া পানির সমস্যা সমাধানে একটি গভীর নলকূপের ব্যবস্থা করা হচ্ছে।
জানা গেছে, গত ১৩ এপ্রিল (রবিবার) বিকেল পাঁচটার দিকে নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভুঁইয়া বাড়িতে কূপ খনন করতে গিয়ে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভুঁইয়া বাড়ির নীলমোহন কোচের ছেলে নিরঞ্জন কোচ (৩৫) ও রাংটিয়া গ্রামের নিপুরাম কোচের ছেলে নারায়ণ কোচ (৪৫) মারা যান।
বিবার্তা/জাহিদুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]