রাণীনগরে চাল উদ্ধারের ঘটনায় খাদ্য পরিদর্শকের মামলা
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১৯:২২
রাণীনগরে চাল উদ্ধারের ঘটনায় খাদ্য পরিদর্শকের মামলা
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর রাণীনগরে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি ২৯ হাজার ৩১০ কেজি চাল উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ২৭ এপ্রিল, রোববার সন্ধ্যায় উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান বাদী হয়ে একজনকে এজাহারনামীয় এবং আরো ৩/৪জনকে অজ্ঞাতনামা আসামি করে রাণীনগর থানায় এই মামলা দায়ের করেন।


এর আগে গত শুক্রবার উপজেলার আবাদপুকুর বাজার কুতকুতি তোলা মোড় এলাকায় সাজাদুল হক মন্ডলের মার্কেটের দুটি গোডাউনে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।


জানা যায়,উপজেলার যাত্রাপুর গ্রামের জাহাঙ্গীর আলম বাবু (৪২) ওই মার্কেটে গোডাউন ভাড়া নিয়ে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি চাল কিনে ব্যবসা করে আসছিলেন। গত শুক্রবার সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান গোপন সংবাদে জানতে পারেন কয়েকজন ব্যবসায়ী এসব সরকারী চাল কিনে গোডাউনে মজুত রেখেছেন,এমন সংবাদের ভিত্তিতে ওই মার্কেটে সকাল ১০টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত অভিযান পরিচলনা করেন। এসময় উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান ও থানাপুলিশ সঙ্গে ছিলেন।


অভিযানে দুই গোডাউন থেকে মোট ২৯ হাজার ৩১০ কেজি সরকারি চাল উদ্ধার করেন। অভিযান চলাকালে চাল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাবুসহ সবাই পলাতক ছিলেন। পরে চালগুলো জব্দ করে উপজেলা খাদ্যগুদামে নিয়ে যাওয়া হয়। এঘটনায় উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান বাদী হয়ে রোববার সন্ধায় চাল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাবুকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরো ৩/৪জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।


রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মসলেম উদ্দীন বসুনিয়া জানান, খাদ্য পরিদর্শক আনিছুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


বিবার্তা/সাহাজুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com