
টাঙ্গাইলের কালিহাতীতে শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল আলীমের হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে।
২৮ এপ্রিল, সোমবার সকালে কলেজের সামনে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যােগে এ কর্মসুচি পালন করা হয়৷
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মজিবর রহমান, অধ্যাপক আউয়াল, নিহতের মা আকলিমা আক্তার, শিক্ষার্থী মিদুল হাসান প্রমুখ।
বক্তারা দ্রুত হত্যাকারীর বিচারের দাবি করেন। দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তরা।
মানববন্ধনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, নিহতের পরিবারসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেয়।
বিবার্তা/ইমরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]