লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১৭:৫৪
লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

“দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।


সোমবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালতের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির সূচনা করা হয়।


পরে একটি বর্ণাঢ্য র‌্যালি সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. শাহীন উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিচারক (জেলা জজ)আদালত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মোহাম্মদ সাদেকুর রহমান,


চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত ফারজানা আক্তার, অতিরিক্ত জেলা দায়রা জজ ২য় আদালত মোহাম্মদ আব্দুল আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হাসান মোস্তফা স্বপন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আহমেদ ফেরদৌস মানিক ও জেলা জজ আদালতের বিচারক, প্রশাসনিক কর্মকর্তা, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি।


বিবার্তা/সুমন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com