
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠান ছয় মাস পেরিয়ে গেলেও আয়োজন করা হয়নি। ববিতে প্রতি বছর প্রায় ১৫০০ শিক্ষার্থী ভর্তি হয়। ভর্তির পর বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন, শিক্ষা কার্যক্রম এবং পরিবেশ সম্পর্কে ধারণা দেওয়া হয়। এই সুযোগ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নতুন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিবছর ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এবারের শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রায় দেড় হাজার শিক্ষার্থী এখনো সেই প্রক্রিয়ার বাইরে রয়েছেন।
নতুন শিক্ষার্থীরা বলছেন, ওরিয়েন্টেশন না হওয়ায় তারা নিয়মকানুন সম্পর্কে স্পষ্ট ধারণা পাচ্ছেন না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত ওরিয়েন্টেশন আয়োজনের দাবি জানান তারা।
সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, "ক্যাম্পাসে চলার নিয়ম ও নীতিমালা আমরা জানি না। প্রশাসনের দায়িত্ব ছিল আমাদের জন্য দ্রুত ওরিয়েন্টেশন আয়োজন করা।"
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বাজেট সংক্রান্ত কিছু জটিলতার কারণে অনুষ্ঠান আয়োজন বিলম্বিত হচ্ছে। তবে শিক্ষার্থীরা বলছেন, বাজেট অনুমোদনের বিষয়টি আগে থেকেই সমাধান করা উচিত ছিল।
শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "আমরা চাই দ্রুত সেন্ট্রাল ওরিয়েন্টেশন হোক, যাতে আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সাথে সহজে মানিয়ে নিতে পারি।"
বিবার্তা/মৃত্যুঞ্জয়/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]