
ঝিনাইদহের কালীগঞ্জে এক স্বর্ণের দোকানের দেয়াল কেটে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে মধুগঞ্জ বাজারের বোস জুয়েলার্স এ চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক অলোক বোস জানান, গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের পেছনের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে। চোরেদের শরীরে পিপি, হ্যান্ডগ্লাভস ও মাস্ক পরিহিত ছিল। এরপর তারা সিন্দুকের তালা ভেঙে প্রায় ৬-৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে যায়। চোরেরা দোকানে ঢুকে প্রথমেই সিসি ক্যামেরা নিষ্ক্রিয় করে দেয়, যাতে তাদের শনাক্ত করা না যায়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে ধারণা করছেন দোকান মালিক।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাজার এলাকায় রাতে পর্যাপ্ত নিরাপত্তার অভাব থাকায় এমন চুরি আগেও ঘটেছে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোর চক্র পিপি পরিধান করে দোকানে প্রবেশ করে। যাতে করে তাদের চেনা না যায়। চুরির ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]