ঠাকুরগাঁওয়ে বাঁশঝাড় থেকে হাতমুখ বাঁধা গৃহবধূর মরদেহ উদ্ধার!
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১৫:২৮
ঠাকুরগাঁওয়ে বাঁশঝাড় থেকে হাতমুখ বাঁধা গৃহবধূর মরদেহ উদ্ধার!
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাড়ির পাশের এক বাঁশঝাড় থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত গৃহবধূর নাম খায়রুন আক্তার (২৫)।


সোমবার (২১‌ এপ্রিল) সকালে উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামে এ মরদেহ উদ্ধার করা হয়।


মৃত খায়রুন আক্তার ওই গ্রামের তাজমুল ইসলামের স্ত্রী এবং একই ইউনিয়নের জিয়াখোর গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে।


নিহতের স্বজনরা জানান, সপ্তাহখানেক আগে গৃহবধূর স্বামী ধান কাটার শ্রমিকের কাজ করতে কুমিল্লায় গেছেন। তিনি বৃদ্ধা শাশুড়ির সঙ্গে বাসায় থাকতেন। আজ ভোরে দরজা খোলা পেয়ে খায়রুনকে খোঁজাখুঁজি করেন স্বজনেরা। পরে ভুট্টাখেতে জুতা পড়ে থাকা এবং মাটিতে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার দাগ অনুসরণ করে বাঁশঝাড়ে তাঁর লাশ পাওয়া যায়।


নিহত গৃহবধূর ভাই আলমগীর জানান, ২০১৭ সালে বোনকে বিয়ে দিয়েছিলেন। তাঁদের কোনো সন্তান নেই। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সামান্য কলহ ছিল। তবে অভাবের সংসারে স্বামী-স্ত্রী দুজনেই পরিশ্রম করতেন। সকালে বোনের মরদেহ পাওয়ার খবর শুনে ঘটনাস্থলে এসেছেন তাঁরা। গৃহবধূর স্বামীকে মোবাইলে খবর দেওয়া হয়েছে।


খায়রুনের মামা জিয়াউর রহমান দাবি করেন, ভোরে মোবাইল ফোনে ডেকে ঘরের বাইরে এনে আমার ভাগনিকে হত্যা করা হয়। পরে ৩০০ গজ টেনেহিঁচড়ে নিয়ে লাশ ফেলে রাখা হয়। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই।


গৃহবধূর শাশুড়ি দবিজান বলেন, ভোরে খায়রুনের গলার স্বর শুনতে পেয়েছিলাম। এরপরে সকালে উঠে দেখি দরজা খোলা। কোন সময় খায়রুনকে বাইরে নিয়ে গেছে, বলতে পারছি না। ছেলেটাও বাইরে (কুমিল্লায়)।


বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী বলেন, বাঁশঝাড় থেকে খায়রুন নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়। তদন্ত চলছে, পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।


বিবার্তা/বিধান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com