ঝিনাইদহ থেকে চুরি করা ইজিবাইক নড়াইলে উদ্ধার, গ্রেফতার ২
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০০:২৩
ঝিনাইদহ থেকে চুরি করা ইজিবাইক নড়াইলে উদ্ধার, গ্রেফতার ২
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহ জেলা থেকে চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিভি)পুলিশ। এসময় সুজন উদ্দিন শেখ (২৭) এবং রোমান শেখ (২৯) নামে দুই ইজিবাইক চোর কে গ্রেফতার করে পুলিশ। শনিবার (১৯এপ্রিল) দিবাগত রাতে নড়াইল সদর উপজেলার নাকশী মাদরাসা বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, যশোরের বেনাপোল পোর্ট থানার ভবেরবর গ্রামের জহির উদ্দিন শেখের ছেলে সুজন উদ্দিন শেখ এবং পিরোজপুর জেলার নাজিপুর থানার মধ্য রামনগর গ্রামের মৃত আব্দুল মালেক শেখের ছেলে রোমান শেখ।


গোয়েন্দা পুলিশ জানায়, শনিবার (১৯এপ্রিল) সকালে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ বাজার থেকে দেবেন্দ্রনাথ নামে এক ব্যক্তির ইজিবাইকটি চুরি হয়ে যায়। পরে তিনি কালীগঞ্জ থানায় একটি চুরির মামলা করেন। পরে শনিবার রাতে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদ পায় সদর উপজেলার নাকসী এলাকা দিয়ে চুরি যাওয়া ইজিবাইকটি চোর চক্রের সদস্যরা বিক্রি করার জন্য পাশ্ববর্তী গোপালগঞ্জ জেলার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পরে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২ জন চোরসহ ইজিবাইকটি উদ্ধার করে।


নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ দারা খান রোববার (২০এপ্রিল) বিকালে বলেন, গ্রেফতারকৃত আসামিদের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে।


বিবার্তা/শরিফুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com