রাজশাহীতে
চোখে মরিচ ছিটিয়ে থানার পাশে থেকে ১০ লাখ টাকা ছিনতাই
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০০:১০
চোখে মরিচ ছিটিয়ে থানার পাশে থেকে ১০ লাখ টাকা ছিনতাই
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর ঘোড়ামারা এলাকায় রিকশায় থাকা এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।


২০ এপ্রিল, রোববার সকাল ৯টার কিছু পূর্বে ঘটনাটি ঘটেছে নগরীর বোয়ালিয়া মডেল থানা হতে মাত্র ৪০০ মিটার দূরে। ভুক্তভোগী দিলীপ কুমার প্রমানিক স্থানীয় রিলায়েন্স অটো যন্ত্রাংশ বিক্রির দোকানের ম্যানেজার ।


সূত্রমতে জন্য যায় ,আগের দিনের বিক্রির ১২ লাখ টাকা মালিকের বাড়ি থেকে সংগ্রহ করে দোকানে যাচ্ছিলেন। পথে রিকশাচালক হঠাৎ একটি সরু গলিতে ঢুকে পড়ে। এ সময় একটি মোটরসাইকেলে আসা দুই যুবক রিকশার গতি রোধ করে। তিনি বলেন, তাদের একজন ভুক্তভোগী দিলীপের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিলে তিনি তাৎক্ষণিকভাবে অন্ধকার দেখেন এবং চোখ জালা করাই চিৎকার দিতে থাকেন । এরপর ছিনতাইকারীরা তাঁর পিঠের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছুরি দিয়ে আঘাত করে তাঁর ডান হাতের কনুই ও বাম হাতের একটি আঙুল কেটে দেয়। ধস্তাধস্তির সময় আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে গেলেও মূল ব্যাগটি ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।


প্রত্যক্ষদর্শী ২/১ জন (নাম প্রকাশে অনিচ্ছুক ) জানান , চিৎকার শুনে সেখানে গিয়ে দেখি কয়েকজন লোক জড় হয়ে গেছে। এ সময় রিকশাচালক কোনো ভাড়া না নিয়ে সেখান থেকে পালিয়ে জান, যা তাকে সন্দেহভাজন করে তুলেছে। দিলীপের কর্মস্থলের মালিক বিপুল কুমার ঘোষের নিকট জানতে চাওয়া হলে , তিনি জানান দিলীপ দীর্ঘদিন ধরে সৎভাবে প্রতিষ্ঠানটিতে কাজ করছেন এবং প্রতিদিনই টাকা নিয়ে যাতায়াত করেন।


ঘটনার পরপরই বোয়ালিয়া থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন।


বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ গণমাধ্যমকে জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের কাজ চলছে। মামলা দায়েরের প্রক্রিয়াও অব্যহত রয়েছে । তিনি আশা করেন , ছিনতাইকারিকে দ্রুত সনাক্ত করে তাকে আইনের আওতায় আনা হবে।


বিবার্তা/মোস্তাফিজুর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com