জাল নোট নিয়ে ইউপি সদস্যসহ গ্রেফতার ৩
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ২৩:৫৯
জাল নোট নিয়ে ইউপি সদস্যসহ গ্রেফতার ৩
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের রামুতে ২ লাখ ৪৯ হাজার টাকার জাল নোট নিয়ে ইউপি সদস্যসহ ৩ অসাধু ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।


শনিবার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে রামুর মরিচ্যা বিজিবি চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব জাল নোট উদ্ধার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী।


গ্রেফতাররা হলেন— রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মৃত গোলাম কাদেরের ছেলে ইউপি সদস্য মোহাম্মদ হাসান, ওই এলাকার মোহাম্মদ শফির ছেলে মো. কাজল এবং একই এলাকার মৃত আনু মিয়ার ছেলে মো. এহসানুল হক।


রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে, কোরবানি ঈদে গরু বাজারকে টার্গেট করে এসব নকল টাকা রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন বাজারে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তারা বহন করছিলেন। গ্রেফতার ৩ জনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


বিবার্তা/ফরহাদ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com