
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে বান্দরবান জেলার লামা উপজেলার রিসোর্ট মালিকদের জন্য ‘টেকসই আতিথেয়তা ও পর্যটন উৎকর্ষ’ বিষয়ক পাঁচ দিনব্যপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
আগামী ২৪ এপ্রিল পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ চলবে।
২০ এপ্রিল, রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন সভাপতিত্ব প্রশিক্ষণের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (বিপণন, পরিকল্পনা ও জনসংযোগ) সালেহা বিনতে সিরাজ।
এতে উপজেলার রিসোর্ট মালিক সমিতির আহবায়ক সাদেকুল মাওলা ইরাক ও সদস্য সচিব দেলোয়ার হোসেন রফিক বিশেষ অতিথি ছিলেন। প্রশিক্ষণে উপজেলার শতাধিক রিসোর্ট মালিক অংশগ্রহণ করেন।
বিবার্তা/আরমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]