
রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চব্বিশনগর গ্রাম থেকে রবিবার (৬ এপ্রিল) বিকেলে ৩ কেজি গাঁজাসহ মোঃ আব্দুল আলীম (৩৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে কাঁকনহাট পুলিশ তদন্তকেন্দ্র। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ধর্মহাটা গ্রামের মৃত আইয়ব আলীর পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই(নিরস্ত্র) মোঃ আশরাফুল আলম ও ফোর্স-সহ রবিবার (৬ এপ্রিল) বিকাল ৩টা ২০ মিনিটে গোদাগাড়ী থানাধীন কাঁকনহাট তিলাহারী মহাদেবপুর মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন চব্বিশনগর ঈদ-গাহ মাঠের সামনে পাঁকা রাস্তার সম্মুখে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।
এমন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই(নিরস্ত্র) মোঃ আশরাফুল আলম ও ফোর্স-সহ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বিকাল ৩টা ৫০ মিনিটে অভিযুক্ত মোঃ আব্দুল আলীমের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা রঙের প্লাষ্টিকের ব্যাগের মধ্য হতে ৩ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গাঁজা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত গোদাগাড়ীর মাদক কারবারি মোঃ আসলাম শেখ (২৮) নামের এক ব্যক্তি পালিয়ে যায়। গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ আব্দুল আলীম ও পলাতক অভিযুক্ত মোঃ আসলাম শেখের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মামলা রয়েছে। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
গাঁজা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]