
নির্বাচন কমিশন, জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিপূর্ণ সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব না বলে মন্তব্য করেছেন রাজবাড়ী জেলা জামায়াতে আমীর এ্যা. মো: নুরুল ইসলাম।
শনিবার (৫ এপ্রিল) সকাল ১০ টায় রাজবাড়ীর পাংশা শিল্পকলা একাডেমিতে পাংশা পৌর জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
এড. মো. নুরুল ইসলাম আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আওয়ামীলীগ দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসেছিল। এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের এই কাজে সহযোগিতা করেছিল। বিভিন্ন জেলা উপজেলায় যে সব ডিসি, ইউএনও আছে তারা এখনো দায়িত্বে আছে। তাই কোন দল যাতে আবারও ক্ষমতায় আসতে এদের ব্যবহার করতে না পারে সে জন্য পরিপূর্ণ সংস্কার প্রয়োজন।
তিনি আরও বলেন, আমরা চাই মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে। মানুষ তার নিজের ভোট নিজে দিবে, যাকে খুশি তাকে দিবে। এখানে কোন রাজনৈতিক দল হস্তক্ষেপ করতে পারবে না।বর্তমান কেউ কেউ জোর করে ক্ষমতায় আসতে চাইছে। বাংলার জমিনে আর কেউ যাতে জোর করে ক্ষমতায় আসতে না পারে তার জন্য দরকার ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম।
পাংশা পৌর জামায়াতে ইসলামী আমীর কাজী ফরহাৎ জামিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন, কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ ও সাবেক রাজবাড়ী জেলা আমীর মো. আক্তারুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা উত্তর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি মো. জামাল উদ্দিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আলিমুজ্জামান, সাংগঠনিক হারুন-উর-রশিদ,পাংশা উপজেলা জামায়াতে আমীর মো. সুলতানা সালাউদ্দিন টুকু, সেক্রেটারি মো. আমজাদ হোসেন, পৌর জামায়াতে সেক্রেটারি খন্দকার আব্দুল হালিম, পৌর জামায়াতে নায়েবি আমীর মো. মঞ্জুর রহমান প্রমুখ।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]