
ময়মনসিং থেকে ঢাকাগামী "শৌখিন" বাসে দ্বিগুন ভাড়ার অতিরিক্ত নেওয়ার সময় অভিযান চানিয়েছে সেনাবাহিনী। পরে অতিরিক্ত টাকা ফেরত দিয়েছে। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
শনিবার (৫ এপ্রিল) ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাসসমূহে সেনাবাহিনীর তদারকি ও অভিযান চালায়।
জানা যায়, ময়মনসিংহ টু ঢাকা রুটের বাস ভাড়ার ন্যায্যমূল্য ২০০ টাকা বেঁধে দেওয়া সত্ত্বেও ঈদ পরবর্তী এ মূহুর্তে তা আদায় করা হচ্ছিল ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। ঈদ পরবর্তী এ সময়ে দ্বিগুণ ভাড়া আদায়ের এ বিষয়টির আঁচ পেয়ে উত্তরা অঞ্চলে ওভার ব্রিজ থেকে নামার একটু পরেই সেনাসদস্যদের একটি টীম এসকল বাসগুলোতে অভিযান চালায়এবং যাত্রীদের থেকে তথ্য সংগ্রহপূর্বক তাদের থেকে নেওয়া সকল পরিমাণ অতিরিক্ত ভাড়া তাদেরকে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়।
ময়মনসিংহ টু ঢাকা রুটের "শৌখিন পরিবহন" সহ রাজিব (৫৫০ টাকা) এবং ইউনাইটেড পরিবহনেও এমন অতিরিক্ত ভাড়া দাবির ব্যাপারে অভিযোগ পাওয়া যায় একাধিক যাত্রীর কাছ থেকে। রাতের বেলা তুলনামূলক ভাড়া নিয়মানুযায়ী উত্তোলন করা হলেও গতকাল দিনে ও আজকে তা বেঁড়ে যায় দ্বিগুণ তিন গুণেরও বেশি।
সৌখিন বাসে ভুক্তভোগী এক যাত্রী ঈসমাইল হোসেন আহাদ জানান, "আমরা মাসকান্দা থেকে শৌখিন বাসে উঠি। প্রতিটি বাসেই তারা এক জোট হয়ে ভাড়া নিধারন করে ৪০০ করে। যাত্রীর চাপ থাকার কারণে এক প্রকার বাধ্য হয়েই সবাই ৪০০ করেই বাসে উঠে। পরবর্তী উত্তরায় বাস আসলে সেনাবাহিনী একটা টিম প্রায় প্রতিটি বাসে উঠেই জিজ্ঞেস করে ভাড়া কত করে নিছে কিংবা বেশি নিয়েছে কি না। তখন বাসে থাকা প্রতিটি যাত্রীই বেশি ভাড়া নেওয়ার জন্য অভিযোগ করে। পরবর্তী সেনাবাহিনী নির্দেশে তারা অতিরিক্ত সকল ভাড়া ফেরত দেয়।"
তবে যাত্রীদের ভোগান্তি কমাতে সেনাবাহিনীর এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছন ঈদ পরবর্তী কর্মক্ষেত্রে ফিরতি যাত্রীরা। আইনশৃঙ্খলা বাহিনীর এমন সুষ্ঠ তদারকির মাধ্যমেই যাত্রীদের সকল ভোগান্তি দূর হবে বলে তারা আশা ব্যক্ত করেন।
বিবার্তা/বাপ্পি/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]