
ঈদের ছুটি শেষে পাবনায় বিভিন্ন রুটের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৭টি বাস ও ২টি সিএনজিচালিত অটোরিকশাকে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) সকালে জেলা শহর ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে নেতৃত্বে দেন অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান। তাঁকে সহযোগিতা করে সেনাবাহিনী।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে যানবাহনগুলোতে যাত্রীর চাপ তৈরি হয়েছে। আর এ সুযোগে পরিবহনমালিকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন, যাত্রীদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। পাবনা থেকে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় চলাচলকারী কয়েকটি বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেছে। অনেক বাসের কাউন্টারে টিকিটের মূল্য না লিখেই ভাড়া আদায় করতে দেখা যায়। এসব কারণে মাছরাঙা ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস কাউন্টারকে ১০ হাজার, সরকার ট্রাভেলসকে ২ হাজার ও কিংস ট্রাভেলসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া গাড়িতে মূল্যতালিকা না রাখায় মহানগর ও রিলাক্স পরিবহনকে ৪ হাজার করে মোট ৮ হাজার টাকা, ৬৩০ টাকার ভাড়া ৭০০ টাকা নেওয়ায় দুই টিকিট কাউন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জেলার বেড়া উপজেলার কাজিরহাট ফেরিঘাটমুখী দুটি সিএনজিচালিত অটোরিকশা অতিরিক্ত ভাড়া আদায় করায় ৪ হাজার করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব পরিবহন থেকে মোট ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মাহমুদ হাসান বলেন, ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় বড় অপরাধ। এমন অপরাধ রোধ ও যাত্রীদের সেবায় এ অভিযান চালানো হয়েছে। ঈদের ফিরতি যাত্রা শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখা হবে।
বিবার্তা/পলাশ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]